ঢাকার সন্নিকটে তুরাগ নদের তীরে একটি রিক্রিয়েশন সেন্টারে জমজমাট পরিবেশে মেট্রোসেম সিমেন্ট লিমিটেডের সৌজন্যে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফিল্ম ক্লাবের বার্ষিক মিলন মেলা। গত শুক্রবারের এই অনুষ্ঠানে ফিল্ম ক্লাবের আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ী দলের অধিনায়ক নায়ক সাকিব খানের হাতে মেট্রোসেম গোল্ডকাপ শীর্ষক স্বর্ণের ট্রফি তুলে দেন মেট্রোসেম গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহীদ উল্লাহ। দেশের রঙ্গিন পর্দার খ্যাতনামা সব তারকার অংশগ্রহণে মুখরিত ছিল অনুষ্ঠান প্রাঙ্গণ। প্রচারিতঃ দৈনিক নয়াদিগন্ত, তারিখঃ ২৫ফেব্রæয়ারি ২০১৮, পৃষ্ঠাঃ ১২ অনলাইন লিংকঃ http://www.enayadiganta.com/index.php?archive=25-02-2018