বিএসএমএ এর নতুন সেক্রেটারী জেনারেল মেট্রোসেম ইস্পাত এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শহীদ উল্লাহ্‌

2019-08-03



বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারারস্ এ্যাসোসিয়েশন (BSMA) এর অনুষ্ঠিত ৭ম এজিএম -এ নতুন সেক্রেটারী জেনারেল হিসেবে পুনঃনির্বাচিত হলেন মেট্রোসেম ইস্পাত এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শহীদ উল্লাহ্‌। তিনি আগামী ২ বছরের (২০১৯-২০ হতে ২০২০-২১) জন্য দায়িত্ব পালন করবেন। BSMA তে একই পদে তিনি এর আগের মেয়াদে দায়িত্বরত ছিলেন। নির্মাণ সামগ্রীর প্রধান ৩টি উপকরণ সিমেন্ট, এম. এস. 500W রড ও পরিবেশবান্ধব অটো ব্রিকস উৎপাদন এবং বাজারজাত করার পাশাপাশি যুগোপযোগী ও পরিবেশবান্ধব পণ্য হিসেবে বাজারে ইলেকট্রিক ভেহিক্যল নিয়ে এসেছে মেট্রোসেম অটোমোবাইলস। ভোক্তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে চলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র জনাব মোঃ শহীদ উল্লাহ্‌ নিজেকে সম্পৃক্ত করেছেন বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের সাথ। BSMA এর সেক্রেটারি জেনারেল এর পাশাপাশি মেট্রোসেম গ্রুপের এই রূপকার বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারারস্ এ্যাসোসিয়েশন (BCMA) –এর ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে BSMA পাবে এক নতুন গতি এবং তাঁর অগনী ভূমিকা স্টিল ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধির শিখরে নিয়ে যাবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট শিল্পোদ্যাক্তাগণ।


Files